শেষ টি-২০ তে হার টিম ইন্ডিয়ার

frame শেষ টি-২০ তে হার টিম ইন্ডিয়ার

A G Bengali
এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছিল কোহলির টিম ইন্ডিয়া। মঙ্গলবার সিডনিতে নিয়মরক্ষার শেষ ম্যাচে জিততে পারল না কোহলির দল। অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে হারল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে টানা ১০ ম্যাচ পর ভারতের জয়রথ থামাল অস্ট্রেলিয়া।  হোয়াইটওয়াশ না হলেও ২-১ ব্যবধানে সিরিজ জয় হল।

এ বার লড়াই টেস্ট ম্যাচের। ১৭ ডিসেম্বর বিদেশের মাটিতে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট। সেই ম্যাচ খেলেই দেশে ফিরবেন বিরাট। ফেরার আগে দলকে জিতিয়ে আসতে চাইবেন তিনি। বিরাট ফিরলেও দলে যোগ দেবেন রোহিত শর্মা। যদিও তিনি দলে আসবেন তৃতীয় টেস্ট থেকে। কঠিন লড়াই ভারতের সামনে। ২ সেরা দলের মধ্যে লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। 

Find Out More:

Related Articles:

Unable to Load More