লজ্জার হার, ৩৬ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস

frame লজ্জার হার, ৩৬ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস

A G Bengali
জীবনের সব দিন রোববার হয় না। এটাই কি আজ উপলব্ধি করলেন বিরাট কোহলি-অজিঙ্ক রাহানেরা! হয়তো তাঁর থেকেও বাস্তবিক কোনও অনুভূতি হল তাঁদের আজ অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে। শনিবারের সকাল ভারতীয় ক্রিকেট দলের কাছে রাতের অন্ধকার নামিয়ে আনল নিমেশে। প্রথম ইনিংসে গোলাপি বল সামলে ২৪৪ রান করা ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসের স্কোর ৯ উইকেটে ৩৬। ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া টেস্ট ক্রিকেটের ইতিহাস দেখলে দেড় শতকে এমন ঘটনা এই প্রথমবার। এর আগে ব্যাটসম্যানরা না পারলেও অতিরিক্ত রান ছিল ২ অঙ্কের, কিন্তু শনিবার ভারতের ইনিংসে নেই সেটাও। ভারতের এমন ব্যাটিংকে ব্যাখ্যা করতে গিয়ে বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কালো দিন ভারতীয় ক্রিকেটের, অনূর্ধ্ব-১৩ দলেও এমন দেখা যায় না।” 
১৯৭৪ সালে সুনীল গাওস্কর, অজিত ওয়ারেকর সমৃদ্ধ ভারতীয় দল যখন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অলআউট হয়েছিল, সেবারেও ১৮ রান করেছিলেন একনাথ সোলকার। কিন্তু বিরাট কোহালির দলের কোনও ব্যাটসম্যান ১০ রানও করতে পারলেন না। একের পর এক ব্যাটসম্যানের ব্যাটে বল লেগে জমা পড়ল উইকেটকিপার টিম পেনের হাতে। শনিবার ৫ খানা ক্যাচ নিলেন তিনি। আউট হওয়ার ধরন বেশির ভাগ ব্যাটসম্যানেরই এক। সম্বরণ বলেন, “অবিশ্বাস্য! কোনও ব্যাটসম্যানের পায়ের মুভমেন্ট দেখতে পেলাম না। এত জন ব্যাটসম্যান উইকেটের পিছনে আউট হয়েছে মানে সুইং খেলতেই পারিনি আমরা।”  

Find Out More:

Related Articles:

Unable to Load More