টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি

frame টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি

A G Bengali
অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৯ উইকেট ভারতের। ২১.২ ওভারে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল এসে লাগে মহম্মদ শামির ডানহাতে। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বলও করতে পারেননি। ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহালি বলেন, “শামির চোট নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। স্ক্যানের রিপোর্ট এলে বলা যাবে। প্রচণ্ড যন্ত্রণা ছিল, হাতই তুলতে পারছিল না ও।” শামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করার জন্য। বল লাগার পরে মাঠেই তাঁর শুশ্রূষা করতে ছুটে আসেন দলের চিকিৎসকরা। তাঁকে ব্যাট করার অনুমতি দেননি তাঁরা। 

দ্বিতীয় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। তার আগে শামি সুস্থ হয়ে উঠবেন কি না, তা বলা যাবে স্ক্যানের পরেই। যদি তাঁকে না পাওয়া যায় তবে ভারত যে আরও বিপদে পড়বে তা বলাই বাহুল্য। বিরাট কোহালি দেশে ফিরে আসবেন। এমন অবস্থায় শামিকে না পেলে অধিনায়ক অজিঙ্ক রাহানের মাথা ব্যথা আরও বাড়বে।

Find Out More:

Related Articles:

Unable to Load More