গ্রেফতার রায়না. পরে জামিনে মুক্তি

frame গ্রেফতার রায়না. পরে জামিনে মুক্তি

A G Bengali
সোমবার রাতে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina) মুম্বইয়ের ড্রাগনফ্লাই ক্লাব (Dragonfly club in Mumbai) থেকে কোভিডের নিয়ম ভাঙ্গার জন্য গ্রেফতার করে পুলিস। মুম্বই এয়ারপোর্টের কাছে এই  ক্লাব থেকে একইসঙ্গে গ্রেফতার হন বলিউড অভিনেত্রী সুজান খান (Sussanne Khan) ও পপ-সিঙ্গার গুরু রানধাওয়াও (Guru Randhawa)। পরে অবশ্য তারা জামিনে মুক্তি পান।

 রায়নার ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘‘একটি শ্যুটিংয়ের কাজে মুম্বই গিয়েছিলেন রায়না। বেশ রাত হয়ে যায় শ্যুট শেষ হতে। রায়না এক বন্ধুর সঙ্গে একটি ক্লাবে যান রাতের খাবার খেতে। দিল্লি ফেরার জন্য বিমান ধরার আগে সেখানে গিয়েছিলেন তিনি। কোভিড প্রোটোকল জানা ছিল না তাঁর। সব সময় আইন মেনেই কাজ করেন রায়না। এই ভুল অনিচ্ছাকৃত এবং দুর্ভাগ্যজনক।’’  

Find Out More:

Related Articles:

Unable to Load More