নেটে নজর কাড়লেন শুভমন

frame নেটে নজর কাড়লেন শুভমন

A G Bengali
অ্যাডিলেডে গোলাপি বলে দিনরাতের টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে শেষ হওয়ার চরম লজ্জার পর এটাই ছিল টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাকটিস সেশন। ৪ টেস্টের সিরিজে ভারত এখন পিছিয়ে রয়েছে ০-১ ফলে। বাকি ৩ টেস্টে অধিনায়ক বিরাট কোহালি ও অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে পাওয়া যাবে না। ফলে, টেস্ট সিরিজে ভারতের ফেরার সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকে। 
এদিন মেলবোর্নের নেটে বেশ সাবলীল দেখাল তরুণ শুভমান গিলকে (Subhman Gill)। ইঙ্গিত স্পষ্ট. মেলবোর্ন টেস্টে অভিষেক হতে চলেছে তাঁর। তবে পৃথ্বী শয়ের জায়গায় ওপেনিংয়ে নাকি মিডল অর্ডারে তিনি ব্যাট করবেন বিষয়টা এখনও স্পষ্ট নয়। এদিন বিসিসিআই (BCCI) টুইটারে গিলের (Subhman Gill) ব্যাটিংয়ের ভিডিয়ো পোস্ট করেছে। সাবলীল ব্যাটিং করতে দেখা গিয়েছে তরুণ ক্রিকেটারকে। ছবি সৌজন্যে : BCCI 

Find Out More:

Related Articles:

Unable to Load More