ঋদ্ধি বাদ, বক্সিং ডে টেস্টে ভারতের প্লেয়িং ইলেভেন দেখে নিন

frame ঋদ্ধি বাদ, বক্সিং ডে টেস্টে ভারতের প্লেয়িং ইলেভেন দেখে নিন

A G Bengali
২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে নেই অধিনায়ক বিরাট কোহালি। তাঁর বদলে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। ওপেন করতে নামবেন ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমন গিল। ৩ নম্বরে চেতেশ্বর পূজারা। দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। মিডল অর্ডারে থাকবেন রাহানে, হনুমা বিহারী এবং উইকেটকিপার ঋষভ পন্থ। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে দলে নেওয়া হয়েছে। 

স্পিনার রবিচন্দ্রন অশ্বিন থাকছেন দলে। ৩ পেসার নিয়েই নামবে ভারত। যশপ্রীত বুমরা, উমেশ যাদবের সঙ্গী হিসেবে অভিষেক ঘটবে মহম্মদ সিরাজের। ভারতের এই দল শক্তিশালী অস্ট্রেলিয়াকে থামাতে পারে কি না সেই দিকেই নজর থাকবে ভারতীয় সমর্থকদের। 

Find Out More:

Related Articles:

Unable to Load More