ঋদ্ধি বাদ, বক্সিং ডে টেস্টে ভারতের প্লেয়িং ইলেভেন দেখে নিন
স্পিনার রবিচন্দ্রন অশ্বিন থাকছেন দলে। ৩ পেসার নিয়েই নামবে ভারত। যশপ্রীত বুমরা, উমেশ যাদবের সঙ্গী হিসেবে অভিষেক ঘটবে মহম্মদ সিরাজের। ভারতের এই দল শক্তিশালী অস্ট্রেলিয়াকে থামাতে পারে কি না সেই দিকেই নজর থাকবে ভারতীয় সমর্থকদের।