রঞ্জির আশা এখনও ছাড়ছে না বোর্ড

A G Bengali
আমদাবাদে বিসিসিআই-এর সভায় বৃহস্পতিবার রঞ্জি ট্রফি আয়োজন করার বিষয়ে জোর দিয়েছেন স্বয়ং বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যগুলোকে সব রকম ব্যবস্থা তৈরি রাখতে বলা হয়েছে রঞ্জির জন্য। মুস্তাক আলি ট্রফির পর বিজয় হাজারে ট্রফি এবং তার পর রঞ্জি আয়োজনের চেষ্টা করবে বোর্ড। আগামী বছর এপ্রিল, মে মাসে আইপিএল। সেই সময় বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং মেয়েদের টুর্নামেন্টগুলো আয়োজন করার ভাবনা রয়েছে বিসিসিআই-য়ের। করোনার জন্য ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হয়েছে।
 তাই তাঁদের ক্ষতিপূরণ দেবে বিসিসিআই। সেই ক্ষতিপূরণ কত হবে সেটা ঘরোয়া ক্রিকেটের সূচি ঠিক করার পর ঠিক করবে বিসিসিআই। ভারতীয় বোর্ড ঘরোয়া ক্রিকেটে ম্যাচ অফিসিয়াল এবং স্কোরারদের অবসরের বয়স ৫৫ থেকে বাড়িয়ে ৬০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে। 

Find Out More:

Related Articles: