ক্রিকেটে ফিরছেন শ্রীসন্থ

frame ক্রিকেটে ফিরছেন শ্রীসন্থ

A G Bengali
 ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে ফিরছেন কেরল পেসার। ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলা মুস্তাক আলি ট্রফিতে দেখা যাবে শ্রীসন্থকে। কেরলের অধিনায়ক হিসেবে থাকছেন সঞ্জু স্যামসন। সহ অধিনায়ক করা হয়েছে সচিন বেবিকে। শ্রীসন্থ ছাড়াও কেরল দলে রয়েছেন বাসিল থাম্পি, জলজ সাক্সেনা, রবিন উথাপ্পা, বিষ্ণু বিনোদ, সলমন নিজার, কে এম আসিফের মতো ক্রিকেটার। দলে নতুন মুখ রয়েছে ৪জন। আইপিএলে স্পট ফিক্সিংয়ের জন্য ভারতীয় বোর্ড নির্বাসনে পাঠায় শ্রীসন্থকে।

৭ বছরের নির্বাসন কাটিয়ে ৩৭ বছরের পেসারের পক্ষে ফিরে আসা কঠিন মনে করেছিলেন অনেকেই। ঘরোয়া ক্রিকেটে তাঁর আবির্ভাব ফের আন্তর্জাতিক মঞ্চে দরজা খুলতে পারে কি না সেই দিকেই তাকিয়ে থাকবে তাঁর ভক্তরা। 

Find Out More:

Related Articles:

Unable to Load More