দ্বিতীয় টেস্টের পরে পডকাস্টে রিকি পন্টিং বলেছেন, ‘‘হাতে গুণে বলা যাবে, প্রথম দুই টেস্টে কতগুলো পুল শট খেলা হয়েছে। কতগুলো ড্রাইভ মেরেছে ব্যাটসম্যানেরা। দুই টেস্ট মিলিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা যত পুল শট মেরেছে, তার চেয়ে বেশি পুল করেছে শুভমন গিল এবং অজিঙ্ক রাহানে। বলা যাবে না, খাটো লেংথের বল পাওয়া যায়নি। কারণ, ওই ধরনের বল প্রচুর করেছে দু’দলের বোলাররাই।’’
যোগ করেন, ‘‘আমাদের বোলিং আক্রমণের বিরুদ্ধে এ ভাবেই আগ্রাসী মেজাজে ব্যাট করেছে ভারতীয়রা। সেখানে পিছিয়ে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। ফলে বোঝাই যাচ্ছে, অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের ভাল মোকাবিলা করছে ভারতের বোলাররা।’’