সিডনিতে ম্যাচের রাশ যেমন হাত থেকে বেরিয়ে যাচ্ছে ভারতের, তেমনই চোটের আশঙ্কাও চোখ রাঙাচ্ছে। ব্যাট করার সময় উইকেটকিপার ঋষভ পন্থ এবং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চোট লাগে। পন্থের বাঁহাতে কনুইতে বল লাগে ফুলেও যায় সঙ্গে সঙ্গে। তাঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বদলে ঋদ্ধিমান সাহাকে দেখা যায় উইকেটকিপিং করতে। জাডেজার বাঁহাতের বুড়ো আঙুলে বল লাগে। তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করানোর জন্য। ম্যাচ থেকে তাঁরা ছিটকে গেলে আরও বড় বিপদে পড়বে ভারত। তৃৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তুলল ১০৩ রান। তৃতীয় দিনের শেষে ১৯৭ রানের লিড নিল অস্ট্রেলিয়া। ভারতীয় দলকে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে রবিবার সকালেই পর পর উইকেট নিতে হবে।