ছয় সপ্তাহ মাঠের বাইরে রবীন্দ্র জাডেজা

A G Bengali
ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি। তাঁর অস্ত্রোপচারও হতে পারে। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি সিরিজ তো বটেই, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তিনি অনিশ্চিত। টেস্টের তৃতীয় দিন ব্যাট করার সময় বাঁ হাতে চোট পান জাড্ডু। সেই জন্য অজিদের দ্বিতীয় ইনিংসে বোলিং পর্যন্ত করতে পারেননি এই অলরাউন্ডার। দিনের খেলার শেষে তাঁর স্ক্যান করা হয়েছে। জাডেজার চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট সরকারি ঘোষণা না করলেও মনে করা হচ্ছে ওঁর হাতের আঙ্গুল ভেঙেছে।
টিম ম্যানেজমেন্ট দেখছে, অস্ত্রোপচার করতে হবে কিনা। এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে। ভারতীয় ব্যাটিংয়ের ৯৯তম ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার জাডেজার বাঁ হাতের গ্লাভস ছুঁয়ে চলে যায়। এরপরেই যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁর শুশ্রুষা করার জন্য মাঠে চলে আসেন দলের ফিজিও। তবে ইনিংস শেষ হয়ে যাওয়ার পর আর ফিল্ডিং করতে নামেননি এই অলরাউন্ডার। তাঁকে বাকি সিরিজে না পাওয়াটা ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। প্রথম ইনিংসে ২৮ রানে অপরাজিত থাকার পাশাপাশি ৬২ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল স্টিভ স্মিথকে দুরন্ত রান আউট করা। 

Find Out More:

Related Articles: