বিরুষ্কার কোলে কন্যাসন্তান

frame বিরুষ্কার কোলে কন্যাসন্তান

A G Bengali
 দু’জনের সংসারে এ বার তৃতীয় সদস্যকে পেলেন বিরুষ্কা।  সোমবার বিকেলে কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা।  টুইটারে মেয়ের আগমনের কথা জানিয়েছেন বিরাট নিজেই।  ‘আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। অফুরন্ত ভালবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ সকলকে। 

অনুষ্কা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পারা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের। এইসময় আমাদের ব্যক্তিগত পরিসর জরুরি। আশাকরি আপনারা সেটাকে সম্মান জানাবেন। ভালবাসা নেবেন, বিরাট’। 

Find Out More:

Related Articles:

Unable to Load More