অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের

A G Bengali
অজিদের এখন সোনালী অতীত নিয়ে দম্ভ, অহংকার ছাড়া আর কিছুই নেই। এবার সেই অহংকারটুকুও ভেঙে, গুঁড়িয়ে মাটিতে মেশাল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার দুরন্ত সিরিজ জয়। প্রথম টেস্টে ৩৬ রানে ভারতীয় দলকে (Team India) অল আউট হতে দেখে বিশ্লেষকদের অনেকেরই মনে হয়েছিল, হয়তো অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হতে হবে সফরকারীদের। তার উপর বিরাট কোহলি, মহম্মদ শামি, ইশান্ত শর্মাদের মতো অভিজ্ঞ তারকাদের অনেকেই অনুপস্থিত। এমন পরিস্থিতিতে তরুণ ব্রিগেড নিয়ে রাহানে কতটা কী করতে পারবেন, তা নিয়ে অনেকেই ধন্দে ছিলেন। মঙ্গলবার নিজেদের পারফরম্যান্স দিয়েই সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিল টিম ইন্ডিয়া। চোট-আঘাত, বর্ণবিদ্বেষ, স্লেজিং- সবকিছুকে ছাপিয়েও যে সিংহের ডেরায় ঢুকে সিংহ বধ করা যায়, বুঝিয়ে দিল এই দল।
গাব্বায় রচিত হল নয়া ইতিহাস। মাঠের বাইরে যেন অজিদের হয়ে লড়ছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। গাব্বায় ভারতের জেতা যে প্রায় অসম্ভব, এই ব্যাপারে তিনি বাজি লড়ে ফেলেছিলেন। Sydney Test-এর আগে রিকি পন্টিং ঠিক এমনই করেছিলেন। পরে অবশ্য নিজের কথা পন্টিংকে ফেরত নিতে হয়েছিল। এবার ওয়ার্নের ক্ষেত্রেও তাই হল। আসলে গাব্বায় অস্ট্রেলিয়ার টেস্ট রেকর্ড ঈর্ষা করার মতো। তাই হয়তো একটু বেশিই আত্মবিশ্বাসী হয়েছিলেন কিংবদন্তি স্পিনার। তবে যে কোনও ঝকঝকে সকালেই ইতিহাস যে নতুন করে লেখা হতে পারে, সেই আন্দাজ হয়তো ছিল না ওয়ার্নের। গাব্বায় প্রথমবার জিতল Team India. 

Find Out More:

Related Articles: