ইংল্যান্ড সিরিজে প্রথম ২টি টেস্টের জন্য দল ঘোষণা

frame ইংল্যান্ড সিরিজে প্রথম ২টি টেস্টের জন্য দল ঘোষণা

A G Bengali
ফেব্রুয়ারিতে ভারত সফরে আসবে England. সেই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। বোর্ডের নির্বাচক চেতন শর্মার নেতৃত্বে এদিন বৈঠকে দল বেছে নেওয়া হয়েছে। Brisbane Test- এ ভারতীয় দল জয় ছিনিয়ে নেওয়ার এক ঘণ্টা পরই ইংল্যান্ড সিরিজের দল নির্বাচন শুরু হয়। কোহলি ছাড়া আরও চারজন নির্বাচক এই অনলাইন বৈঠকে ছিলেন। চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে  ৫ ফেব্রুয়ারি থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৮ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ১৮ জনের দলে ডাক পেয়েছেন হার্দিক পাণ্ড্য, অক্ষর প্যাটেল। দলে ফিরছেন অধিনায়ক বিরাট কোহালি। স্ট্যান্ডবাই হিসেবে দলে জায়গা পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও। চোট সারিয়ে দলে ফিরেছেন ইশান্ত শর্মা। আইপিএলের সময় চোট পান ভারতের এই পেসার। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পেলেন তিনি। অস্ট্রেলিয়া সফরে ভাল খেললেও দলে জায়গা হয়নি টি নটরাজনের। কেএল রাহুল দলে থাকলেও ফিট হলে তবেই দলে থাকবেন তিনি। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলতে দেখা যেতে পারে।

প্রথম দুটি টেস্টের ভারতীয় দল- বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পুজারা, রোহিত শর্মা, শুভমান গিল, ময়ঙ্ক আগরওয়াল, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর। 

Find Out More:

Related Articles:

Unable to Load More