সিরিজ জিতিয়ে ঋষভ পন্থ কী বললেন?

A G Bengali
মঙ্গলবার ১৩৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে শুধু ব্রিসবেন টেস্ট নয় বর্ডার-গাভাসকর ট্রফি রাহানের হাতে তুলে দিলেন ঋষভ পন্থ। শুভমান গিলের ৯১, চেতেশ্বর পূজারার ৫৬ রান ভারতের জয়ে বড় ভূমিকা নিলেও পন্থের অপরাজিত ৮৯ রানের ইনিংসেই ভারতের বিজয় পতাকা ওড়ে ব্রিসবেনে।  অ্যাডিলেডে দিন রাতের টেস্টে প্রথম এগারোতে সুযোগ হয়নি ঋষভ পন্থের। কিন্তু পিঙ্ক টেস্টে রান না পাওয়ায় ঋদ্ধিমান সাহার পরিবর্তে দ্বিতীয় টেস্ট থেকেই প্রথম একাদশে সুযোগ পেয়ে যান পন্থ। ভাল শুরু করেও বরাবর উইকেট ছুড়ে দিয়ে আসেন এই অভিযোগ ছিল পন্থের। অস্ট্রেলিয়ার মাটিতে অপরাজিত ৮৯ রানের ইনিংসে সমালোচকের বাউন্ডারির বাইরে আছড়ে ফেললেন ২৩ বছর বয়সী পন্থ। ম্যাচের সেরা ঋষভ পন্থ বলেন, "এটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আমি প্রথম একাদশে না থাকলেও দলের সাপোর্ট স্টাফ থেকে সতীর্থরা সবসময়ই আমার পাশে থেকেছে।"
অন্যদিকে, ভারতের জয় উচ্ছ্বসিত ভিভ রিচার্ডস। তিনি টুইট করে লেখেন, ‘শুধু শুধু টেস্ট ক্রিকেটকে ভালবাসা হয় না। দুর্দান্ত ম্যাচ। জয়ের জন্য অভিনন্দন ভারতীয় দলকে আর অস্ট্রেলিয়াকে অভিনন্দন এমন সিরিজ উপহার দেওয়ার জন্য।’ নরেন্দ্র মোদী লেখেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের সাফল্যে আমরা আনন্দিত। অভিনন্দন দলকে।’ সচিন তেন্ডুলকর লেখেন, ‘প্রতিটা সেশনে আমরা নতুন হিরো খুঁজে পেয়েছি। যতবার আমরা মার খেয়েছি ততবার ঘুরে দাঁড়িয়েছি। অন্যতম সেরা সিরিজ জয়।’ গুগলের সিইও সুন্দর পিচাই অভিনন্দন জানান ভারতীয় দলকে। সব বাধা অতিক্রম করে ভারতের এই জয়কে সাধুবাদ জানিয়েছেন তিনি। ভারতের এই জয় উচ্ছ্বসিত জয় শাহও। দলকে ৫ কোটি টাকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি বোর্ডের পক্ষ থেকে।

Find Out More:

Related Articles: