![বাড়ি ফিরেই মোদীর ভাষণে মজে গেলেন সৌরভ](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/sports/libra_libra/sourav-ganguly-virat-kohli-responds-pm-narendra-modis-speech560004bf-3b45-4593-9fd3-8eaccd1a83d0-415x250.jpg)
বাড়ি ফিরেই মোদীর ভাষণে মজে গেলেন সৌরভ
অন্যদিকে, বিরাট কোহালিদের ভক্ত রয়েছেন জো রুটদের দলেও, অভিজ্ঞ ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের এমনই মত। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জয় শুধু যে ভারতীয়দের আনন্দ দিয়েছে এমন নয়, বিশ্ব ক্রিকেটের অনেকেই খুশি হয়েছেন এই জয়ে। বিরাট কোহালিকে অন্যতম ‘সেরা ব্যাটসম্যান’ বললেন ব্রড। টি২০ বিশ্বকাপে এক বাঁহাতি ভারতীয় তাঁকে ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন। হয়ত সেটা মাথায় রেখেই টেস্টের মঞ্চে ভারতীয় দলকে শ্রদ্ধা জানাচ্ছেন ব্রড। এক সংবাদ মাধ্যমের হয়ে কলম ধরেন তিনি। সেখানে লেখেন, ‘ভারত সফর সোজা নয়, গাব্বায় টেস্ট জিতে ওদের আত্মবিশ্বাস তুঙ্গে। আমি বলতে পারি ইংল্যান্ড দলেও ভারতের সমর্থক তৈরি হয়েছে ব্রিসবেন ম্যাচের পর। বিশ্বের যে কোনও দল গর্বিত হবে ওই সিরিজ জিতে, তাও আবার একাধিক চোট নিয়ে’।