![কোহালিদের ব্যাটিং পরামর্শদাতা বাঙ্গার](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/sports/libra_libra/sanjay-bangar-joined-royal-challengers-bangalore-as-batting-coachd40a0709-0407-4a5a-bd0a-5497a39f9d51-415x250.jpg)
কোহালিদের ব্যাটিং পরামর্শদাতা বাঙ্গার
এ বারেই যদিও প্রথম নয়, আগেও আইপিএলে দলের দায়িত্ব সামলেছেন বাঙ্গার। কিংস ইলেভেন পঞ্জাব দলে সহকারী কোচ ছিলেন তিনি। ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার পর ছেড়ে দেন সেই দায়িত্ব। ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে ১২টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছিলেন বাঙ্গার। প্রথম শ্রেণির ক্রিকেটে রেলওয়েজের হয়ে দীর্ঘ দিন খেলেছিলেন তিনি। এ বারেই যদিও প্রথম নয়, আগেও আইপিএলে দলের দায়িত্ব সামলেছেন বাঙ্গার। কিংস ইলেভেন পঞ্জাব দলে সহকারী কোচ ছিলেন তিনি। ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার পর ছেড়ে দেন সেই দায়িত্ব। ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে ১২টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছিলেন বাঙ্গার। প্রথম শ্রেণির ক্রিকেটে রেলওয়েজের হয়ে দীর্ঘ দিন খেলেছিলেন তিনি। ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে ১২টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছিলেন বাঙ্গার। প্রথম শ্রেণির ক্রিকেটে রেলওয়েজের হয়ে দীর্ঘ দিন খেলেছিলেন তিনি।