রিভিউ ফিরিয়ে দিয়ে কীসের ইঙ্গিত আম্পায়ারদের?
রুটের ইঙ্গিতে বোঝা যায় তিনি দেখতে চাইছেন, বল প্যাডে লাগার পর কোথায় লেগেছিল। তৃতীয় আম্পায়ার যদিও সেটা দেখেননি। এলবিডবলু হয়েছে কি না সেটা দেখেন। সেখানেও রাহানে আউট নন। আম্পায়ারের সিদ্ধান্ত মনে না ধরলেও তর্ক করেননি রুট। ফের খেলা শুরু হয়। কিছুক্ষণ পরে রিপ্লেতে দেখা যায় প্যাডে লাগার পর বল রাহানের ব্যাট ছুঁয়ে ছিল।
নেট মাধ্যমেও মধ্যেও এই আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠতে থাকে বিস্তর প্রশ্ন। ইংল্যান্ডের রিভিউ নষ্ট হওয়াও মেনে নিতে পারছিলেন না সমর্থকরা। কিছু পরে হর্ষ ভোগলে এক টুইটে লেখেন, ‘রাহানের বিরুদ্ধে ক্যাচের আবেদন ছিল, ঠিক মতো দেখাই হল না ওটা। স্নিকো দেখা উচিত ছিল। ইংল্যান্ডকে রিভিউ ফিরিয়ে দিয়ে নিজেদের ভুল মেনে নেওয়া হল’?