আরসিবি নিয়ে বিরাট বার্তা কোহলির
এছাড়া ভারতীয়দের মধ্যে রয়েছেন সচিন বেবি, রজত পতিদার, কোনা ভরত, মহম্মদ আজহার উদ্দিনের মত ক্রিকেটার। ফলে নতুন ভাবে দল গড়ে স্বভাবতই বেশ খুশি আরসিবি অধিনায়ক। যাদের মধ্যে কেরলের বিস্ময় বালক আজহারকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহল বেশ উচ্ছস্বিত। চলতি বছর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ৫৪ বলে ১৩৭ রান করে সবাইকে চমকে দিয়েছেন এই ডানহাতি উইকেটকিপার। তাই বিরাট বলছেন, “নিলাম মঞ্চে আমাদের দল বেশ ভাল পারফরম্যান্স করেছে। এবার মাঠে নেমে ভাল খেলতে হবে। দলে যে শক্তি ও ব্যালান্স দরকার ছিল সেটা এবার পাওয়া গিয়েছে।” গত মরসুমে অনেক কাঠখড় পুড়িয়ে প্লে-অফে গিয়েছিল তাঁর দল। যদিও কোহালি মনে করেন দলের পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। বিরাট আরও বলেন, “গতবার আমরা ভাল খেলেছিলাম। তবে আরও ভাল করতে হবে। আশাকরি নতুন মরসুমে নতুন আরসিবি দেখা যাবে। আমরা আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারব।”