ফের ব্যাট হাতে মাঠে নামবেন সচিন-বীরু

frame ফের ব্যাট হাতে মাঠে নামবেন সচিন-বীরু

A G Bengali
আগামী ৫ মার্চ থেকে শুরু হতে চলা রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবেন সচিন-বীরু। শুধু তো ভারতীয় ক্রিকেটের দুই মহারথী নন, এই প্রতিযোগিতায় মাঠ কাঁপাবেন ব্রায়ান লারা, মুথাইয়া মুরলীধরন, সনৎ জয়সূর্য, মাখায়া এনতিনি, মহম্মদ রফিক, কেভিন পিটারসেন, ইংল্যান্ডের ব্যাটিং কোচ জনাথন ট্র্রটের মত প্রাক্তনরা। প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিযোগিতায় প্রতিটি দলের পাশে ‘লেজেন্ডস’ নাম ব্যবহার করা হয়েছে। ভারত ছাড়াও এখানে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মত আরও পাঁচটি দল অংশ নেবে। প্রত্যেক দেশে পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।

Find Out More:

Related Articles:

Unable to Load More