ইংল্যান্ডকে দুরমুশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত। মোট পয়েন্টের বিচারেও ভারত শীর্ষে। কোহালিদের মোট পয়েন্ট ৫২০। ভারতের কাছে সিরিজ হারলেও পয়েন্টের বিচারে অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। জো রুটদের পয়েন্ট ৪৪২। এরপর রয়েছে নিউজিল্যান্ড (৪২০) এবং অস্ট্রেলিয়া (৩৩২)। এই বছরের জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এর আগে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত, তখন ডনের দেশেও প্রথম টেস্টে জয় অধরা ছিল। তবে পরের দুটি টেস্টে জিতে সিরিজে পকেটে পুরেছিল ভারতই। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ফের একই ঘটনা ঘটল। দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল ও অশ্বিন। হিসেবটা একেবারে পরিষ্কার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে চতুর্থ টেস্টে জয় কিংবা নিদেনপক্ষে ড্র করতেই হতে টিম ইন্ডিয়াকে। যদিও ড্র নয়, টেস্টের প্রথম দিন থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন অশ্বিন-রাহানেরা। তার ফলও মিলল হাতেনাতেই।
মোট পয়েন্টের বিচারে এবং শতাংশের বিচারে (এটিকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার মাপকাঠি ধরা হচ্ছে) দুটিতেই ভারত শীর্ষে। নিউজিল্যান্ড ইতিমধ্যেই ফাইনালে চলে গিয়েছে। ভারতের পয়েন্টের হার ৭২.২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্টের শতকরা হার ৭০। ৬৯.২ শতাংশ পয়েন্ট জিতে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে। সিরিজ হারলেও চতুর্থ স্থানেই থাকল ইংল্যান্ড। তাদের পয়েন্টের শতকরা হার ৬১.৪। ভারত সিরিজের শেষ টেস্টে জিততে না পারলে অস্ট্রেলিয়া ফাইনালে চলে যেত।
Find Out More: