বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়

frame বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়

A G Bengali
তিনি এখন সুস্থ আছেন। নিজের মুখেই সে কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে যাবেন বলে জানিয়েছেন। কিছুদিনের মধ্যেই কোভিড টিকাও নেবেন তিনি। নিজেই সেকথাও জানালেন। তবে আইসিসি এখনও সরকারিভাবে না জানালেও সৌরভ কিন্তু এই ম্যাচে উপস্থিত থাকার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি সাউদাম্পটনে ভারত আর নিউজিল্যান্ডের এই ম্যাচ দেখেতে যেতে চাই।’’ তিনি আরও বলেন, ‘‘কোভিড পরিস্থিতির পরও লর্ডসের আশেপাশের হোটেলগুলো এখনও খোলেনি। তবে সাউদাম্পটনে মাঠের পাশেই অনেক হোটেল আছে। তাই কোভিড পরিস্থিতির পর ইংল্যান্ড দলও বেশ কিছু ম্যাচ ওখানে খেলেছে। ’’

অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।

Find Out More:

Related Articles:

Unable to Load More