ভারতীয় দল নিয়ে বড় কথা বললেন রবি শাস্ত্রী

A G Bengali
প্রথম একাদশের নিয়মিত ক্রিকেটাররা ছাড়াও সুযোগ পেলেই ভাল খেলছেন দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। দলের কোচ রবি শাস্ত্রীও ভীষণ খুশি দলের খেলায়। দল নির্বাচন করতে সমস্যা হলেও তিনি বলেন, ‘‘খুব স্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে। এটা খুব ভাল কথা।’’ অক্ষর পটেলের প্রশংসাও করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘বেশ কয়েক বছর ধরেই দলে রয়েছে ও। মাঝে চোট পেয়ে দলের বাইরে চলে গেলেও জাডেজা চোট পাওয়ায়, অক্ষর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছে।’’ বিয়ের প্রস্তুতির জন্য ছুটি নিয়েছেন যশপ্রীত বুমরা। মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ১৫ জনের দলে থাকলেও উমেশ যাদব সেভাবে সুযোগ পাচ্ছেন না। নটরাজন, শার্দূল ঠাকুররা সুযোগ পেয়ে অসাধারণ খেলেছেন।
অন্যদিকে, চতুর্থ টেস্ট শুরুর আগে আচমকাই পেটের গন্ডগোলে ইংল্যান্ড দলের অনেকেরই ওজন কমে গিয়েছিল বলে জানালেন দলের অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের দৈনিক ডেইলি মিররকে স্টোকস বলেন, ‘‘আমার ৫ কেজি, ডম সিবলের ৪ কেজি ও জেমস অ্যান্ডারসনের ৩ কেজি ওজন কমেছে। ৪১ ডিগ্রী গরমে খেলে যাওয়া খুব সহজ নয়। বেশ কিছুজন অসুস্থ হয়ে পড়ায় কাজটা আৎও কঠিন হয়ে যায়। জ্যাক লিচও বোলিং স্পেলের মাঝে মাঝে ড্রেসিংরুমে ফিরে বেশ অনেকটা করে সময় বাথরুমে কাটিয়ে মাঠে ফিরছিল।’’ তবে বিকল্প হিসেবে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বা ম্যানচেস্টারকে বেছে নেওয়া হতে পারে। মূলত লন্ডনে করোনার প্রকোপ বেশী বলেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

Find Out More:

Related Articles: