আগামী রবিবারই কি বিয়ে করতে চলেছেন যশপ্রীত বুমরা?

frame আগামী রবিবারই কি বিয়ে করতে চলেছেন যশপ্রীত বুমরা?

A G Bengali
আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, গোপন সূত্রে জানা গিয়েছে, ১৪-১৫ মার্চ গোয়ায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সঞ্জনার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বুমরা। অনুষ্ঠানকে চূড়ান্ত গোপনীয়তায় মুড়ে রাখা হয়েছে। ২০ জন নিমন্ত্রিত ইতিমধ্যেই নাকি গোয়া পৌঁছে গিয়েছেন। এরই মাঝে সঞ্জনার একটি পুরনো টুইট আচমকা নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। গত ১০ জানুয়ারি অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন এক ক্রিকেট ওয়েবসাইটে বুমরার বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করা হয়। সেটাই রিটুইট করে সঞ্জনা লিখেছেন, “মাঠে বুমরার মুড আর আমার রোজকার মুড একদম একই রকম।” সেই রিটুইটে অনেকেই মন্তব্য করে বিয়ের জন্য আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন দম্পতিকে।
অন্যদিকে, ইংল্যান্ডের দৈনিক ডেইলি মিররকে স্টোকস বলেন, ‘‘আমার ৫ কেজি, ডম সিবলের ৪ কেজি ও জেমস অ্যান্ডারসনের ৩ কেজি ওজন কমেছে। ৪১ ডিগ্রী গরমে খেলে যাওয়া খুব সহজ নয়। বেশ কিছুজন অসুস্থ হয়ে পড়ায় কাজটা আৎও কঠিন হয়ে যায়। জ্যাক লিচও বোলিং স্পেলের মাঝে মাঝে ড্রেসিংরুমে ফিরে বেশ অনেকটা করে সময় বাথরুমে কাটিয়ে মাঠে ফিরছিল।’’ইংল্যান্ডের দৈনিক ডেইলি মিররকে স্টোকস বলেন, ‘‘আমার ৫ কেজি, ডম সিবলের ৪ কেজি ও জেমস অ্যান্ডারসনের ৩ কেজি ওজন কমেছে। ৪১ ডিগ্রী গরমে খেলে যাওয়া খুব সহজ নয়। বেশ কিছুজন অসুস্থ হয়ে পড়ায় কাজটা আৎও কঠিন হয়ে যায়। জ্যাক লিচও বোলিং স্পেলের মাঝে মাঝে ড্রেসিংরুমে ফিরে বেশ অনেকটা করে সময় বাথরুমে কাটিয়ে মাঠে ফিরছিল।’’

Find Out More:

Related Articles:

Unable to Load More