টস হারের হ্যাটট্রিক বিরাটের!

frame টস হারের হ্যাটট্রিক বিরাটের!

A G Bengali
এই নিয়ে পরপর তিন বার। সিরিজে চতুর্থ বার টসে হারলেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতেছিলেন কোহলী। সেই ম্যাচও জেতে ভারত। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরেও জেতেন কোহলীরা। তবে টসে হেরে প্রথম ব্যাট করাকে খারাপ ভাবে দেখছেন না ভারত অধিনায়ক। বরং এর থেকে ইতিবাচক দিকই খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। ভারত অধিনায়কের কথায় স্পষ্ট, আসন্ন আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। শনিবার টসে হারার পর কোহলী বললেন, “একেবারেই হতাশ নই। দল হিসেবে কোন কোন দিকে আমাদের উন্নতি করতে হবে সেদিকে নজর রাখছি। রান তাড়া করা আমাদের স্বভাবেই রয়েছে। আইপিএলেও করেছি। কিন্তু প্রথমে ব্যাট করেও নিজেদের শক্তিশালী করে তুলতে চাই।”

অন্যদিকে, তাঁর দেশে করোনার টিকা পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ইউনিভার্স বস ক্রিস গেইল। গত সপ্তাহেই ভ্যাকসিন মৈত্রীর অংশ হিসেবে জামাইকাতে ৫০,০০০ টিকার ডোজ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে। করোনা মহামারিকে হারানোর জন্য ভারতে তৈরী টিকা পাঠানো হয়েছে জামাইকাতে। তবে ক্রিস গেইলই প্রথম নন, এর আগে কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেলও টিকা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। টুইটারে ইন্ডিয়া ইন জামাইকা হ্যান্ডলে ভিডিও পোস্ট করে গেইল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মোদী, সমগ্র ভারতবাসী ও ভারত সরকারকে জামাইকাতে করোনার টিকা পাঠানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই ভারতে আসব, আবারও ধন্যবাদ।”

Find Out More:

Related Articles:

Unable to Load More