স্টেনের কাছে সেরা আইপিএল দল কোনটা জেনে নিন

frame স্টেনের কাছে সেরা আইপিএল দল কোনটা জেনে নিন

A G Bengali
শুরু হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিয়ে। মাঝে অধুনালুপ্ত ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত লায়ন্স ঘুরে ফিরেছিলেন ব্যাঙ্গালোরেই। কিন্তু এর কোনওটিই নয়, স্টেনের কাছে সেরা আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স। সম্প্রতি টুইটারে সমর্থকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালান স্টেন। সেখানেই তিনি লিখেছেন, “সব দলই ভাল। কিন্তু মুম্বইয়ের মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। এ ছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সেও আমার অনেক বন্ধু রয়েছে। তাই ওদেরও আমি সমর্থন করি।” কিছুদিন আগে আইপিএল নিয়ে মন্তব্য করে ভক্তদের রোষের মুখে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার। তবে এ বার তিনি স্বীকার করে নিয়েছেন, পাকিস্তান সুপার লিগের থেকে ভাল আইপিএলই।

অন্যদিকে, তাঁর দেশে করোনার টিকা পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ইউনিভার্স বস ক্রিস গেইল। গত সপ্তাহেই ভ্যাকসিন মৈত্রীর অংশ হিসেবে জামাইকাতে ৫০,০০০ টিকার ডোজ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে। করোনা মহামারিকে হারানোর জন্য ভারতে তৈরী টিকা পাঠানো হয়েছে জামাইকাতে। তবে ক্রিস গেইলই প্রথম নন, এর আগে কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেলও টিকা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। টুইটারে ইন্ডিয়া ইন জামাইকা হ্যান্ডলে ভিডিও পোস্ট করে গেইল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মোদী, সমগ্র ভারতবাসী ও ভারত সরকারকে জামাইকাতে করোনার টিকা পাঠানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই ভারতে আসব, আবারও ধন্যবাদ।” এছাড়াও জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেসও বিশেষ ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে। 

Find Out More:

Related Articles:

Unable to Load More