বিরুষ্কার ঘরের নামফলকে নতুন অতিথির নাম

frame বিরুষ্কার ঘরের নামফলকে নতুন অতিথির নাম

A G Bengali
বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা তাঁদের কন্যা সন্তানের নাম দিয়েছেন ভামিকা। ছোট্ট ভামিকা এই মুহূর্তে বাবা-মার সঙ্গে আমদাবাদে রয়েছে। আর তাই এ বার ‘কিং কোহলী’কে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল হোটেল কর্তৃপক্ষ। তবে শুধু কোহলী নয়, যে সব ক্রিকেটার বিবাহিত, তাঁদের ঘরের বাইরে এমন ‘নেম প্লেট’ রাখা হয়েছে। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য এই মুহূর্তে গোটা দল আমদাবাদে রয়েছে। জৈব বলয়ের একঘেয়েমি কাটানোর জন্যই এমন উদ্যোগ নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তাই শুধু বিরাট নয়, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যর ঘরের দরজাতেও এমন ‘নেম প্লেট’ রাখা হয়েছে। হার্দিকের ঘরের বাইরে তাঁর বান্ধবী নতাশা ও ছেলে অগস্ত্যর নাম উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, তাঁর দেশে করোনার টিকা পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ইউনিভার্স বস ক্রিস গেইল। গত সপ্তাহেই ভ্যাকসিন মৈত্রীর অংশ হিসেবে জামাইকাতে ৫০,০০০ টিকার ডোজ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে। করোনা মহামারিকে হারানোর জন্য ভারতে তৈরী টিকা পাঠানো হয়েছে জামাইকাতে। তবে ক্রিস গেইলই প্রথম নন, এর আগে কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেলও টিকা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। টুইটারে ইন্ডিয়া ইন জামাইকা হ্যান্ডলে ভিডিও পোস্ট করে গেইল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মোদী, সমগ্র ভারতবাসী ও ভারত সরকারকে জামাইকাতে করোনার টিকা পাঠানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই ভারতে আসব, আবারও ধন্যবাদ।”

Find Out More:

Related Articles:

Unable to Load More