ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ঘরের মাটিতে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি শতরানে সচিনকে ধরে ফেলবেন কোহলী। অন্যদিকে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি শতরানে পন্টিংয়ের রেকর্ড ছোঁবেন কোহলী। একদিনের ক্রিকেটে ঘরের মাটিতে সচিনের মোট শতরানের সংখ্যা ২০। কোহলী এই মুহূর্তে রয়েছেন ১৯টি শতরানে। এরপর অনেকটাই পেছনে রয়েছেন রোহিত শর্মা। ভারতের মাটিতে এখনও পর্যন্ত রোহিতের শতরান ১১টি। এরপর এই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংহ। দুজনেরই ভারতের মাটিতে শতরান ৭টি করে। অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রাক্তন পন্টিংয়ের শতরান রয়েছে ২২টি। এক্ষেত্রেও কোহলী একটি শতরান দূরে। এই তালিকায় এরপর রয়েছেন এবি ডিভিলিয়ার্স (১৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১), সনৎ জয়সূর্য (১০)। এখনকার ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় অনেক পেছনে রয়েছেন ইংল্যান্ডের অইন মর্গ্যান। অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে মর্গ্যানের শতরানের সংখ্যা ৯।
অন্যদিকে, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের বিশ্বকাপে জয়জয়কার ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ ও নারী দুই বিভাগেই সোনার পদক জিতল ভারত। রবিবার প্রথমে মহিলাদের ইভেন্টে ইয়াশ্বিনী সিং দেসোয়াল, মনু ভাকার ও শ্রী নিভেতা ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। এরপর এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট সৌরভ চৌধুরি, অভিষেক বর্মা ও শাজার রিজভি ভিয়েতনামের দলকে ফাইনালে ১৭-১১ ব্যবধানে হারিয়ে সোনার পদক নিজেদের দখলে নিয়ে নেন। ভারতের মেয়েরা ফাইনালে ১৬ পয়েন্ট পায়। বিপক্ষে পোল্যান্ডের জুলিতা বোরেক, জোয়ানা ইয়োনা ওয়ারনস্কা মাত্র ৮ পয়েন্টই পান। ১৬-৮ ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন ভারতের মেয়েরা।
Find Out More: