আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদের সদস্য ঋদ্ধিমান ব্যস্ত অনুশীলনে। নিজেই টুইট করলেন ভিডিয়ো। লিখলেন, ‘তুঙ্গে আইপিএল-এর প্রস্তুতি’। ভারতীয় দলে সাদা বলের ক্রিকেটে ঋদ্ধিমান ব্রাত্য হলেও আইপিএল দলে কিন্তু সুযোগ পান প্রায় নিয়মিত। দুবাইয়ে গত বারের আইপিএলে ৪ ম্যাচে ২১৪ রান করেন ঋদ্ধিমান। চোটের জন্য বেশি ম্যাচ খেলতে না পারলেও বুঝিয়ে দিয়েছিলেন সাদা বলের ক্রিকেটেও যথেষ্ট পারদর্শী তিনি। ভিডিয়োতে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই দেখা গেল বাংলার উইকেটরক্ষককে। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে যেমন মারলেন, তেমনই দেখা গেল পুল মারতেও। হায়দরাবাদ দলে রয়েছেন বাংলার আরেক উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামী। ভিডিয়োতে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই দেখা গেল বাংলার উইকেটরক্ষককে। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে যেমন মারলেন, তেমনই দেখা গেল পুল মারতেও। হায়দরাবাদ দলে রয়েছেন বাংলার আরেক উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামী।
প্রসঙ্গত, ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটেই বেশী দেখা যায় তাকে। টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। তবে একদিনের দল থেকে ব্রাত্যই তিনি। তবে সীমিত ওভারেও রীতিমতো পারদর্শীতা দেখিয়েছেন তিনি। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ২০১৪ সালের ফাইনালে শতরানও করেছেন তিনি। দুবাইতে গত আইপিএলে চোটের জন্য বেশী ম্যাচ খেলতে পারেননি তিনি। ৪ ম্যাচ খেলে করেন ২১৪ রান। আসন্ন আইপিএলেও একইরকম ধারাবাহিকতা দেখাতে মুখিয়ে বাংলার সুপারম্যান। আসন্ন আইপিএলেও একইরকম ধারাবাহিকতা দেখাতে মুখিয়ে বাংলার সুপারম্যান।
Find Out More: