ধোনিদের শিবির সরল চেন্নাই থেকে

frame ধোনিদের শিবির সরল চেন্নাই থেকে

A G Bengali
চেন্নাই সুপার কিংসের প্রথম ৫টি ম্যাচ মুম্বইতে। তাই সেখানেই অনুশীলনের পরবর্তী পর্ব সারবে চেন্নাই। সুরেশ রায়নাও যোগ দেবেন সেখানেই। ২৬ মার্চ মুম্বই যাবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। চেন্নাই দলের সিইও কাসি বিশ্বনাথন বলেন, “এ বার আমাদের চলে যেতে হবে। ২৬ মার্চ মুম্বই রওনা দেবে দল।” রায়না দলের সঙ্গে যোগ দেবেন মুম্বইতেই। গত বারের আইপিএল শুরুর আগেই দুবাই থেকে দেশে ফিরে এসেছিলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান। এ বার তাঁকে রাখা হবে না বলে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত হলুদ জার্সিই পরছেন তিনি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করবে চেন্নাই দল।
অন্যদিকে, জাতীয় দলে হয়ে অভিষেকেই দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করলেন ক্রুণাল পাণ্ডিয়া। দেশের হয়ে প্রথম ওয়ান-ডে-তে পঞ্চাশ রানের ইনিংস খেললেন কেএল রাহুলও। মাত্র ২ রানের জন্য় সেঞ্চুরি হাতছাড়া হল শিখর ধাওয়ানের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। জয় এল ৬৬ রানে। দেশে মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও T-20 সিরিজ জিতেছেন বিরাটরা। কিন্তু দুটি সিরিজেই হারতে হয়েছিল প্রথম ম্যাচে। কিন্ত একদিনের সিরিজে ছবিটা বদলে গেল। ব্যাট-বলে ইংল্যান্ডকে ধরাশায়ী করে প্রথম ম্যাচেই সহজ জয় ছিনিয়ে নিল ভারত। মোক্ষম সময়ে দলের হাল ধরেন কেএল রাহুল। যিনি দীর্ঘদিন রান পাননি। সঙ্গে যোগ্য সঙ্গত দেন আর এক অভিষেককারী ক্রুণাল পাণ্ডিয়া। হাফ করেন দু'জনেই। তবে, অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েন  হার্দিক পাণ্ডিয়ার দাদা। ৫০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৩১৭।

Find Out More:

Related Articles:

Unable to Load More