ডেভিড ওয়ার্নারকে কি বললেন রোহিত শর্মা ? দেখুন
অন্যদিকে, দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন। লকডাউনও হতে পারে মহারাষ্ট্রে। এমন অবস্থায় ইনদওর, হায়দরাবাদের মতো শহরের মাঠকে তৈরি রাখার ভাবনা বিসিসিআই-এর। মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের জন্য। দলগুলোকে এখনও পর্যন্ত হায়দরাবাদে যাওয়া নিয়ে কোনও কথা বলা হয়নি বলেই জানিয়েছে তারা। এ বারের আইপিএল হওয়ার কথা চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গালুরু এবং দিল্লিতে। মুম্বইয়ে যদি লকডাউন হয় তবে সেখান থেকে ম্যাচ সরানো হতে পারে। অন্য কোনও শহরে করোনা বাড়লে সেখান থেকেও সরানোর প্রয়োজন হতে পারে। তাই ইনদওর, হায়দরাবাদের মতো কিছু শহরকে তৈরি রাখার পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর।