গতবছর সাড়ে ১৫ কোটি টাকায় কেকেআর দ্বিতীয়বারের জন্য প্যাট কামিন্স দলে নিয়েছে। কেকেআরের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স। ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কামিন্স আইপিএল জেতেন কলকাতার হয়ে। ২৭ বছরের ক্রিকেটার এখনও মজে আছেন গম্ভীরেই। কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেনের আগ্রাসনই কামিন্সের মন জুড়ে রয়েছে। কামিন্স বলছেন, "কলকাতার হয়ে ২০১৪ সালে আইপিএল জয়ের মুহূর্তটাই এখনও পর্যন্ত এই ইভেন্টে সেরা।" কামিন্স এর সঙ্গে এও জুড়ে দিয়েছেন যে, হাজার হাজার ফ্যানের যেভাবে রাস্তায় নেমে কেকেআরের জন্য় গলা ফাটিয়েছিল, তা তিনি ভুলতে পারবেন না। গম্ভীরের প্রসঙ্গে কামিন্স জানাচ্ছেন, "জিজি-র (গৌতম গম্ভীর) নেতৃত্বে খেলা অত্যন্ত উপভোগ করেছি। ও সত্যি অত্যন্ত আগ্রাসী অধিনায়ক ছিল। যেটা আমার ওর মধ্যে সবচেয়ে ভাললাগত।"
অন্যদিকে, বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন বিদেশিদের থেকে ভারতীয়দের সহ্য ক্ষমতা অনেক বেশি। সৌরভ বলেন, “দীর্ঘ ক্রিকেট জীবনে অনেক বিদেশির বিরুদ্ধে খেলেছি। ওরা শুধু মানসিক অবসাদে থাকার অজুহাত দেয়। সেই জায়গা থেকে আমাদের ভারতীয়দের সহ্য ক্ষমতা অনেক বেশি।” যদিও কিছুক্ষণ পরে তিনি ফের যোগ করলেন, “গত ছয়-সাত মাসে ক্রিকেটারদের কাছে জীবন বেশ কঠিন হয়ে পড়েছে। জৈব বলয়ে থেকে খেলার জন্য মাঠ ও টিম হোটেলের ঘর ছাড়া তাদের অন্য কোথায় যাওয়ার উপায় নেই। এই বলয়ে থাকতে হলেও পেশাদার জগতে সবাইকে মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে হয়। এটা আরও বেশি চাপের ব্যাপার। সত্যি বলতে করোনার জন্য খেলোয়াড়দের জীবন একেবারে বদলে গিয়েছে।”