রায়নায় মজেছেন হরভজন সিংহ, ইরফান পাঠান, আকাশ চোপড়ারা

A G Bengali
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত মরসুমে ব্যক্তিগত সমস্যার কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে যাননি রায়না। এ মরসুমে ফিরে এসেই দারুণ ইনিংস খেললেন তিনি। টুইটারে রায়নার প্রাক্তন সতীর্থ হরভজন লেখেন, ‘সুপার রায়না কিং। দারুণ খেলেছ চিন্না থালা (রায়নাকে এই নামেই ডাকেন চেন্নাই সুপার কিংস সমর্থকরা)।’ ইরফান পাঠান লেখেন, ‘এটাই আমরা আগের মরসুমে দেখতে পাইনি।’ আকাশ চোপড়া বলেন, ‘এক থা রায়না থেকে রায়না জিন্দা হ্যায়।’
অন্যদিকে, আইপিএলের (IPL 2021) প্রথম সানডে ব্লকবাস্টারে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs KKR)। রবিবাসরীয় মহারণে টস জিতে ডেভিড ওয়ার্নার (David Warner) ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান অইন মর্গ্যান (Eoin Morgan) অ্যান্ড কোংকে। এদিন প্রথমে ব্যাট করে কেকেআর তুলল ১৮৭। শেষ কয়েক বছর ধরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএলে দাগ কাটতে পারছে না। ৬ বছর ট্রফির মুখ দেখেনি কেকেআর। শেষ দু'বছরই প্লে-অফে যেতে পারেনি শাহরুখ খানের (Sharukh Khan) ফ্র্যাঞ্চাইজি। তবে এই মরসুমে হিসেব বদলাতে মরিয়া অইন মর্গ্যান অ্যান্ড কোং। ওয়ার্নারের হায়দরাবাদও (SRH) খেতাব জয়ের জন্য মরিয়া। ২০১৬ সালের চ্যাম্পিয়ন টিম চারবার প্লে-অফ খেলেছে। একবার রানার্স হয়েছে। এবার ট্রফির জন্যই ঝাঁপাবে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। দেখা যাক আজ শেষ হাসি কে হাসেন! মর্গ্যান না ওয়ার্নার?  এবার ট্রফির জন্যই ঝাঁপাবে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। দেখা যাক আজ শেষ হাসি কে হাসেন!

Find Out More:

Related Articles: