ভারত এবং পাকিস্তানের ২ পেসারের মধ্যে তুলনা করলেন আকিব জাভেদ

A G Bengali
ভারতের হয়ে ২০১৬ সালে অভিষেক ঘটে বুমরার। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ইতিমধ্যেই ১৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। নিয়েছেন ২৫০টি উইকেট। ২০১৮ সালে অভিষেক ঘটে পাকিস্তানের জোরে বোলার আফ্রিদির। এখনও অবধি ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১২৪টি।
জাভেদ বলেন, “বুমরা ভাল বোলার। ডেথ বোলার হিসেবে দারুণ। নতুন বলে যদিও আফ্রিদি অনেক এগিয়ে ভারতীয় পেসারের থেকে।” জাভেদের মতে আফ্রিদিকে সব ম্যাচে খেলানো উচিত নয় পাকিস্তানের। তিনি বলেন, “আফ্রিদিকে সব ম্যাচে খেলানো উচিত নয়। পাকিস্তানের উচিত ওর কাজের ভার দক্ষতার সঙ্গে পরিচালনা করা। দল যখন সিরিজ হেরে গিয়েছে, তখন ওকে খেলানোর কোনও মানে হয় না। ঘুরিয়ে ফিরিয়ে খেলানো উচিত আফ্রিদিকে। ওর শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলা উচিত।”
অন্যদিকে, হাতের অস্ত্রোপচারের পর ফের ট্রেনিং শুরু করতে পারেন জোফ্রা আর্চার (Jofra Archer)। মঙ্গলবার তাঁকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট দল (ECB)। ২৬ বছরের বার্বাডোজের পেসার গত জানুয়ারিতে নিজের বাড়িতেই চোট পেয়েছিলেন। যার জন্য অস্ত্রোপচার হয় তাঁর। এছাড়াও দীর্ঘদিনের কনুইয়ের চোট ভোগাচ্ছে আর্চারকে। চোট নিয়েই ইংল্যান্ডের সঙ্গে ভারত সফরে এসেছিলেন আর্চার। টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় ডান কনুইয়ের চোট আরও বেড়ে যায়। দলের তারকা পেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে না চেয়েই ইসিবি তাঁকে দেশে ফিরে আসতে বলে। আর্চার নিজের বাড়িতে এসেই দুর্ঘটনা ঘটান। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, "আর্চারকে ট্রেনিং শুরু করার জন্য সম্মতি দেওয়া হয়েছে। ওর হাতের পরামর্শদাতার সঙ্গে পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ও হাল্কা অনুশীলন শুরু করতে পারে এই সপ্তাহে। সাসেক্স ও ইংল্যান্ডের মেডিক্যাল টিম ওর সঙ্গে রয়েছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে ও বল করতে পারবে। তবে আর্চার কবে খেলায় ফিরবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"

Find Out More:

Related Articles: