টি২০ বিশ্বকাপ জিতেছে কোন দেশ কতবার?

A G Bengali
ভারতে নয় আমিরশাহিতেই অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের টি২০ বিশ্বকাপ। সোমবার এ কথা খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন। এবার সেই কথাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল আইসিসি। সেই সঙ্গে তারিখ ঘোষণা করে দিলো টি২০ বিশ্বকাপের। ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এ বারের ছেলেদের টি২০ বিশ্বকাপ। ভারতে খেলা হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।দুবাই, আবুধাবি, শারজা এবং ওমান এই চার জায়গায় খেলা হবে বলে জানিয়েছে আইসিসি। ফাইনাল হবে ১৪ নভেম্বর। 

তবে কোন দেশ কতবার টি২০ বিশ্বকাপ জিতেছে দেখে নিন তালিকা - 

২০০৭ সাল -  ভারত 

২০০৯ সাল - পাকিস্তান 

২০১০ সাল - ইংল্যান্ড 

২০১২ সাল - ওয়েস্ট ইন্ডিজ 

২০১৪ সাল - শ্রীলঙ্কা 

২০১৬ সাল - ওয়েস্ট ইন্ডিজ 

২০২০ সাল - পোস্টপোন্ড করোনা মহামারীর জন্য

২০২১ সালে টি২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি-র সিইও বলেন, “টি২০ বিশ্বকাপ যাতে সুস্থ ভাবে হয়ে সেটা দেখা আমাদের দায়িত্ব। আমরা দুঃখিত ভারতে এই প্রতিযোগিতা আয়োজন করতে না পেরে। ভারতীয় বোর্ড, আমিরশাহি ক্রিকেট বোর্ড এবং ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা এমন ভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই যাতে সমর্থকরা উপভোগ করতে পারে।” বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “বিসিসিআই মুখিয়ে রয়েছে টি২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য। আরব আমিরশাহি এবং ওমানে আয়োজন করা হবে এ বারের টি২০ বিশ্বকাপ। ভারতে আয়োজন করতে পারলে আরও খুশি হতাম। তবে দেশের করোনা আতিমারি পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সেই কারণে আরব এবং ওমানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।”

Find Out More:

Related Articles: