আইপিএলে থাকছে না এই পদ্ধতি
নতুন আইপিএলে ১০টি দলকে পাঁচটি করে দুটো গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে নকআউট পর্বে উঠবে দলগুলো। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হলে ম্যাচ সংখ্যা আরো বাড়াতে হত। যাতে আন্তর্জাতিক ক্রীড়াসূচি বিঘ্নিত হতে পারত। সেই কারণে গ্রুপ এবং নকআউট পর্বের মাধ্যমে ম্যাচ আয়োজন করা হবে।
রাউন্ড-রবিন প্রতিযোগিতা এক ধরনের ক্রীড়া প্রতিযোগিতা পদ্ধতি ও ক্রীড়া পরিভাষা। এই পদ্ধতির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী বা দল পর্যায়ক্রমে অন্যান্য প্রতিযোগী বা দলের বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করে। রাউন্ড-রবিন পরিভাষাটি রুবান শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে রিবন।
একক রাউন্ড-রবিন ক্রীড়া সময়সূচীতে একজন প্রতিযোগী কেবলমাত্র একবারই অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের সাথে মোকাবেলা করবে। যদি একজন প্রতিযোগী অন্যান্য প্রতিযোগীদের সাথে দু’বার মোকাবেলা করে, তখন তা দ্বৈত রাউন্ড-রবিন প্রতিযোগিতা নামে পরিচিতি পাবে। দুইবারের বেশী এ ধরনের প্রতিযোগিতা পদ্ধতি বিরল ঘটনা হিসেবে আখ্যায়িত হয়।