কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

frame কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

A G Bengali
ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ১-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। দি মারিয়ার গোলে জয় পেল তারা। ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার। শুরু থেকেই একে অপরের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল দুই দল। তবে দি মারিয়ার গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ২০০৪ সালের পর কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন কোনও আর্জেন্টিনার ফুটবলার। রডরিগো ডি পলের বাড়ানো পাস আটকাতে ব্যর্থ হন ব্রাজিলের রেনান লোডি। পা বাড়িয়েছিলেন তিনি, কিন্তু পৌঁছতে পারেননি। সেই বল পেয়ে যান দি মারিয়া। একাই এগিয়ে যেতে থাকেন বল নিয়ে। তাঁর গতির সঙ্গে পেরে ওঠেনি কেউ। গোলের সামনে পৌঁছে ব্রাজিলের গোলরক্ষক এডেরসন মোরায়েজের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালের ভিতর। ২২ মিনিটের মাথায় এগিয়ে দেন দলকে।


বিশ্বকাপের পর পরপর দু'বার কোপার ফাইনালে উঠেও হারতে হয়েছিল তাঁর টিমকে। চোখের জলে মাঠ ছেড়েছিলেন তিনি। অভিমানে বলেছিলেন আর দেশের হয়ে তিনি খেলবেন না। কিন্তু আজ মেসি হাসছেন। তাঁর দেশকে কোনও ট্রফি জেতানোর বহু বছরের স্বপ্ন স্বার্থক হলো রিও ডি জেনেইরোতে। বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের সব ট্রফি জিতলেও, বাকি ছিল দেশের হয়ে ট্রফি জেতার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউরো কাপ আছে। অথচ মেসির কোনও জাতীয় দলের হয়ে ট্রফি ছিল না। এখন মেসি-রোনাল্ডোর এই ব্যবধানও ঘুচে গেল। আজ মেসির দিন, আর্জেন্টিনার আবেগের দিন। মারাদোনার দেশে চলবে উৎসব।

Find Out More:

Related Articles:

Unable to Load More