পদক জিতলেন মীরাবাঈ চানু

frame পদক জিতলেন মীরাবাঈ চানু

A G Bengali
অন্য অনেক খেলার মতই ভারত্তোলনে সোনা জিততে হলে ভাগ্যের সাহায্যে লাগে। তবে ভারত্তোলন হল এমন খেলা যেখানে হয়তো ভাগ্যের সহায়টা বেশিই লাগে। টোকিও অলিম্পিকের প্রথম দিনে মহিলাদের ৪৯ কেজি ভারত্তোলনে রুপো জিতলেন চানু। এদিন ক্লিন ও জার্ক এবং স্ন্যাচ দুটি বিভাগ মিলিয়ে মোট  ২০২ কেজি ওজন তোলেন চানু। যেখানে পাঁচ বছর আগে রিও অলিম্পিকে ৪৮ কেজি বিভাগে ২০০ কেজি ওজন তুলে সোনা জিতেছিলেন তাইল্যান্ডের ভারত্তোলক সপোতা তানাসান। যেখানে এবার টোকিওতে এই বিভাগে পাঁচ বছর আগে সপোতার থেকেও দু কেজি বেশি ওজন তুলেও সোনা জেতা হল না চানুর। কারণ চানুর বিভাগে যিনি সোনা জিতলেন, চিনের সেই হাউ ঝিউ তুললেন মোট ২১০ কেজি ওজন। যা এই বিভাগে বিশ্বরেকর্ড। আসুন জেনে নেওয়া যাক চানুকে নিয়ে কিছু জানা অজানা তথ্য-- অলিম্পিকে দেশে দ্বিতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি রুপো জিতলেন। ২০১৬ অলিম্পিকে ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন পিভি সিন্ধু।

কার্নেম মালেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় যিনি ভারত্তোলনে অলিম্পিক পদক জিতলেন। মনীপুরের ২৬ বছরের ভারত্তোলক চানুর উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। ২০১৬ রিও অলিম্পিকে ৪৮ কেজি বিভাগে চানু একেবারে ব্যর্থ হয়েছিলেন। স্ন্যাচে ৮২ কেজি তুললেও ক্লিন জার্কে ব্যর্থ হন। ২০১৮ সালে চানু পদ্মশ্রী পুরস্কার পান ৪৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে তিনি বিশ্বরেকর্ডধারী ভারত্তোলক। ২২ বছরের প্রতীক্ষা ঘুচিয়ে চানু ভারত্তোলনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এরপর আগে ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথে সোনা জিতেছিলেন চানু। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ ও ২০২০ তাসকেন্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।

Find Out More:

Related Articles:

Unable to Load More