লভলিনা বরগোঁহাইকে চিনে নিন

A G Bengali
লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain)। টোকিও অলিম্পিকের মহিলা বক্সিংয়ের সেমিফাইনালে পৌঁছে দেশের হয়ে পদক নিশ্চিত করলেন ভারতের এই বক্সার। ৬৯ কেজি ওয়েলটারওয়েট বিভাগের শেষ চারে পৌঁছেছেন লাভলিনা বরগোঁহাই। কিন্তু কে এই লভলিনা ? ১৯৯৭ সালের ২ অক্টোবর, অসমের গোলাঘাটে জন্মগ্রহণ করেন লভলিনা বরগোঁহাই। নবম শ্রেণিতে পড়াকালীনই স্পোটর্স অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ট্রায়ালে কোচ পাদুম বারোর নজর কাড়েন তিনি। তবে বক্সিং নয় কিকবক্সিংয়ে হাতেখড়ি লভলিনার। প্রথম অসমিয়া মহিলা এবং দ্বিতীয় বক্সার হিসাবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন তিনি। অলিম্পিক্সের আগে যোগ্যতা অর্জনের জন্য় ইতালিতে ১৫ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর নিজের প্রস্তুতি সারেন লভলিনা। ২০২০ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন অসমের বক্সার।

এবার দেখে নেওয়া যাক লভলিনার বক্সিং রেকর্ড -
২০১২: ইন্ডিয়ান উইমেন’স জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা
২০১৩: সার্বিয়ায় ন্যাশনস উইমেন’স ইউথ কাপে রুপো
২০১৪: সার্বিয়ায় ন্যাশনস উইমেন’স ইউথ কাপে ব্রোঞ্জ
২০১৪: সার্বিয়ায় ভোজভোদিনা ইউথ মেমোরিয়াল টুর্নামেন্টে গোল্ডেন গ্লাভস পাওয়ায় এসেছিল ব্রোঞ্জ
২০১৫: সার্বিয়ায় ন্যাশনস উইমেন'স ইউথ কাপে রুপো
২০১৭: ভিয়েতনামে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ
২০১৭: আসটানায় প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্টে ব্রোঞ্জ
২০১৮: দিল্লিতে ইন্ডিয়ান ওপেন বক্সিং টুর্নামেন্টে সোনা
২০১৮: রোহতাকে মহিলাদের সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে রুপো
২০১৮: মঙ্গোলিয়ায় উল্লানবাটার কাপে রুপো
২০১৮: দিল্লিতে ২০ তম এআইবিএ বিশ্ব চ্যাম্পিনশিপে ব্রোঞ্জ
২০১৯: বিজয়নগরে তৃতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা
২০১৯: বুলগেরিয়ায় ৭০ তম স্ট্র্যান্ডজা এলিট উইমেন বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ
২০১৯: গুয়াহাটিতে ইন্ডিয়ান ওপেনে রুপো
২০১৯: রাশিয়ার উমাখানোভ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে সোনা
২০১৯: রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ
২০২০: জর্ডনে এশিয়া-ওসেনিয়া অলিম্পিক কোয়ালিফায়ারে ব্রোঞ্জ।
২০২১: দোহায় এশিয়ান চ্যাম্পিয়শিপে ব্রোঞ্জ
টোকিও অলিম্পিকে পদকের আশায় গোটা দেশ

Find Out More:

Related Articles: