অলিম্পিকের আলাদা আকর্ষণ তার উদ্বোধনী অনুষ্ঠানে। ২০৫টি দেশের অ্যাথলিটরা যখন উদ্বোধনের প্যারেডে দেশের পতাকা হাতে হেঁটে যান, তা দেখে শিহরিত লাগে। আর যিনি পতাকা বাহক হন? হ্যাঁ, ১৩০ কোটি জনসংখ্যার দেশের পতাকাবাহখ। স্বপ্ন। আসুন দেখে নেওয়া যাক অলম্পিকের উদ্বোধনে দেশের পতাকাবাহকদের নাম-- অলিম্পিকের ইতিহাসে ভারতের পতাকাবাহকরা-এক নজরে ১৯২০ এন্টেওয়ার্প: পূর্মা ব্যানার্জি (অ্যাথলেটিক্স, ৪০০ মিটার দৌড়): ১৯২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম সরকারি ভাবে অলিম্পিকে নাম নিযুক্ত করা হয়েছিল ভারতের। আর সেবার বেলজিয়ামের শহরে হওয়া ওই অলিম্পিকের উদ্বোধনে ভারতের পতাকাবাহক ছিলেন বাঙালি মহিলা অ্যাথলিট পূর্মা ব্যানার্জি। ভারতের পাঁচজন ক্রীড়াবিদ সেই অলিম্পিকে নিয়েছিলেন। পূর্মা ব্যানার্জি ৪০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন।
১৯৩২ ক্যালিফোর্নিয়া গেমস : লাল শাহ ভোখারি (হকি) আরও পড়ুন: ভারত না পাকিস্তান, অলিম্পিকে কোন দেশ বেশি সফল ১৯৩৬ বার্লিন অলিম্পিক: মেজর ধ্যানচাঁদ (হকি): হিটলার আয়োজিত অলিম্পিক যতই বিতর্কের জন্য স্মরণীয় হোক, কিন্তু ভারতের কাছে স্মরণীয় হকির জাদুকর ধ্যানচাঁদের জন্য ১৯৪৮ লন্ডন অলিম্পিক: তাল্লিমেরেন এও (ফুটবল) ১৯৫২ হেলসেঙ্কি অলিম্পিক: বলবীর সিং, সিনিয়র (হকি) ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক: বলবীর সিং, সিনিয়র (হকি) ১৯৬৪ টোকিও অলিম্পিক: গুরুবাচন সিং রানধাওয়া (অ্যাথলেটিক্স)
১৯৭২ মিউনিখ অলিম্পিক: ডিএন ডেভিন জোন্স (বক্সিং) ১৯৮৪ লস অ্যাঞ্জেলস গেমস: জাফর ইকবাল (হকি)- ১৯৮০ মস্কো অলিম্পিকে তাঁর নেতৃত্বে শেষবার হকিতে সোনা জিতেছিল ভারত। পরের অলিম্পিকে তিনিই দেশের পতাকাবাহক হয়েছিলেন। ১৯৮৮ শীতকালীন অলিম্পিক: কিশোর রত্না (অ্যালপাইন স্কি) ১৯৯২ বার্সেলোনা গেমস: শাইনি আব্রাহাম উইলসন (অ্যাথলেটিক্স): ৮০০ মিটার দৌড়ে ১৪ বছর জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। শাইনি আব্রাহাম উইলসন (শাইনি আব্রাহাম) আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৭৫ বারেরও বেশি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। চারটি বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধিত্ব করার অধিকারী তিনি।
১৯৯৬ আটলান্টা গেমস: পরগাত সিং (হকি) ১৯৯৮ শীতকালীন গেমস: শিবা কেশাভন (লুগে) ২০০০ সিডনি অলিম্পিক: লিয়েন্ডার পেজ (টেনিস): ১৯৯৬ আটলান্টা গেমসে লিয়েন্ডার পেজ গেমসের অন্যতম আকর্ষক ও কঠিন ইভেন্টে পদক জিতেছিলেন। আন্দ্রে আগাসির সঙ্গে একই পোডিয়ামে দাঁড়িয়ে পুরুষদের সিঙ্গলসে পদক নিয়েছিলেন। চার বছর পর তিনি সিডনি গেমসের উদ্বোধনে তিনি পতাকা বাহক ছিলেন।