অলিম্পিক্স কুস্তিতে রুপো রবির

frame অলিম্পিক্স কুস্তিতে রুপো রবির

A G Bengali
রাশিয়ার জাভুর উগুয়েভের বিরুদ্ধে নেমেছিলেন রবি। শুরুতে জাভুর এগিয়ে গেলেও পাল্টা লড়াইয়ে ফিরে এসেছিলেন তিনি। প্রথম রাউন্ডের শেষে ২-৪ পয়েন্টে এগিয়ে ছিলেন জাভুর। কিন্তু দ্বিতীয়ার্ধে কৌশলের সামান্য বদলে রবির থেকে ম্যাচ ক্রমশ কেড়ে নিতে থাকেন রাশিয়ার কুস্তিগির। একসময় ২-৭ পিছিয়ে পড়েছিলেন রবি। সেখান থেকে লড়াই করে ৪-৭ করে দেন। তবে আগের ম্যাচের মতো শেষ মুহূর্তে কোনও চমক দিতে পারেননি তিনি। তাই এ বারের মতো রুপোতেই থেমে যেতে হল তাঁকে। ৫৭ কেজি বিভাগে রবি জিতলেও, দেশের আরেক ভারতীয় কুস্তিগীর ব্রোঞ্জ পদক ম্যাচে হেরে গেলেন। ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া ২-৪ ব্যবধানে সান মেরিনোর প্রতিদ্বন্দ্বী মাইলস অ্যামিনের কাছে হেরে গেলেন। যদিও তাঁকে লড়াইয়ের জন্য সাধুবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী।


অন্যদিকে, মশাল স্পোর্টসের আয়োজনে প্রায় দু'বছর পর ফিরছে প্রো কাবাডি লিগ (Pro Kabaddi League, PKL)। বৃহস্পতিবার এই ঘোষণা করে দেওয়া হলো আয়োজকদের পক্ষ থেকে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় কাবাডি লিগের এবার অষ্টম সংস্করণ। টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৯ থেকে ৩১ পর্যন্ত। ঘরোয়া, বিদেশি ও নতুন তরুণ প্লেয়ারদের নিয়ে হবে নিলাম। 'এ', 'বি', 'সি' ও 'ডি', এই চার ক্যাটাগরিতে ভাগ করে নিলাম হবে। অলরাউন্ডার, ডিফেন্ডার ও রেইডারদের ভাগ করা হবে এর মধ্যে।'এ' ক্যাটাগরির বেস প্রাইজ ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা, এরপর 'বি', 'সি' ও 'ডি ক্যাটাগরি যথাক্রমে ২০ লক্ষ, ১০ লক্ষ ও ৬ লক্ষ। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্যালারি পার্স (দল গঠনের জন্য যে টাকা খরচ করা হয়) থাকবে ৪ কোটি ৪০ লক্ষ টাকা।

Find Out More:

Related Articles:

Unable to Load More