কুস্তির ৬৫ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। এই নিয়ে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে ভারতের হাফ ডজন পদক চলে এল। দুরন্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের খেলাধুলো। বজরংকে টুইট করে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ছয় নম্বর পদক এ বারের অলিম্পিক্সে। এখনও অবধি সোনা না এলেও দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে।এখনও অবধি সোনা না এলেও দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। তবে জ্যাভলিনে সোনা জয়ের আশায় ভারত। সেখানে লড়ছেন নীরজ চোপড়া।
প্রসঙ্গত, বজরং গতকাল অর্থাৎ শুক্রবার অলিম্পিক্স পদক জয়ী ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হাজি আলিয়েভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ হেরে যান। রুশ প্রতিদ্বন্দ্বীর কাছে সেমিফাইনাল হেরেও রেপেশাজে রাউন্ডের মাধ্যমে ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে রেখেছিলেন বজরং। শনিবার কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে বজরং ৮-০ হারিয়ে ফের দেশেকে কুস্তিতে পদক এনে দিলেন। এর আগে রবি কুমার দাহিয়া কুস্তিতেই দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। বজরং গতকাল অর্থাৎ শুক্রবার অলিম্পিক্স পদক জয়ী ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হাজি আলিয়েভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ হেরে যান। রুশ প্রতিদ্বন্দ্বীর কাছে সেমিফাইনাল হেরেও রেপেশাজে রাউন্ডের মাধ্যমে ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে রেখেছিলেন বজরং। শনিবার কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে বজরং ৮-০ হারিয়ে ফের দেশেকে কুস্তিতে পদক এনে দিলেন। এর আগে রবি কুমার দাহিয়া কুস্তিতেই দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন।