লর্ডস টেস্ট জিতে কোহলি কী কী রেকর্ড করলেন ?

frame লর্ডস টেস্ট জিতে কোহলি কী কী রেকর্ড করলেন ?

A G Bengali
কোহলি ব্রিগেডের আত্মবিশ্বাস সমস্ত প্রতিবন্ধকতাকে চুরমার করে দিল। ১২০ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। আর সেইসঙ্গে ভারত ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় লাভ করে পাঁচ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ৬০ ওভার বোলাদের হাতে দিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন বিরাট। এই সিদ্ধান্ত নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘‘আমাদের মনে হয়েছিল ৬০ ওভার যথেষ্ট সময় ইংল্যান্ডের দশ উইকেট ফেলার জন্য। তবে এই জয় একেবারে আলাদা। প্রথমবার লর্ডসে খেলতে এসে মহম্মদ সিরাজ দারুণ বল করেছে। প্রথম দিকে ওদের কিছু উইকেট পেয়ে যাওয়ায় কাজটা কিছুটা সহজ হয়ে যায়। সোমবার পরের দিকে গোটা স্টেডিয়ামের সমর্থন সামাদের সঙ্গে ছিল। এতে আমাদের উৎসাহ বেড়েছে।’’ 


আর লর্ডস টেস্ট জিতে এক অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এই জয়ের ফলে কপিল দেবের(Kapil Dev) পর প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে একাধিক টেস্ট জয়ের নজির গড়লেন বিরাট কোহলি। পরিসংখ্যানের বিচারে আগেই ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের কৃতিত্ব অর্জন করেছেন কোহলি। এবার এই অনন্য নজির গড়ার সুবাদে আরও একটি পালক জুড়ল ক্যাপ্টেন কোহলির মুকুটে। একইসঙ্গে দেশের হয়ে ৬৩ ম্যাচে অধিনায়কত্ব করে বিরাটের দখলে এই মুহূর্তে রয়েছে ৩৭ টি জয়। যা ৭৪ ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়া ক্লাইভ লয়েডের(Clive Lloyd) থেকে একটি জয় বেশি।

Find Out More:

Related Articles:

Unable to Load More