তৃতীয় টেস্টের প্রথম একাদশ নিয়ে কোহলি যা বললেন

A G Bengali
সাংবাদিক সম্মেলনে টেস্টের প্রথম একাদশ জানিয়ে দিলেন বিরাট কোহলী। লর্ডস টেস্টে জয়ী দলে কোনও বদল হচ্ছে না। দলে কোনও বদল হবে কিনা জানতে চাইলে কোহলী বলেন, ‘‘দলে বদল করার কোনও মানে খুঁজে পাচ্ছি না। লর্ডসে যে দল ছিল এখানেও সেই দলই খেলবে। আমাদের দলে এখনও পর্যন্ত কারও চোট-আঘাত নেই। তাই জেতা দল ভেঙে ফেলার কোনও মানে হয় না।” অনেকেই মনে করেছিলেন, এই টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। কারণ লর্ডস টেস্টেই অশ্বিনের খেলার কথা ছিল। কিন্তু আকাশে মেঘ থাকায় চার জোরে বোলার ও স্পিনার হিসেবে রবীন্দ্র জাডেজাকে নিয়ে মাঠে নেমেছিলেন কোহলী। অনেকেই মনে করেছিলেন, এই টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। কারণ লর্ডস টেস্টেই অশ্বিনের খেলার কথা ছিল। কিন্তু আকাশে মেঘ থাকায় চার জোরে বোলার ও স্পিনার হিসেবে রবীন্দ্র জাডেজাকে নিয়ে মাঠে নেমেছিলেন কোহলী। 

অন্যদিকে, অ্যান্তোনিও লোপেজ হাবাস চেয়েছিলেন বাংলাদেশের বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) বিরুদ্ধে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) জয়। যদিও পরের রাউন্ডে যাওয়ার জন্য তাঁর এক পয়েন্ট পেলেই কার্যসিদ্ধি হয়ে যেত। বুধবার মলদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ১-১ ড্র করে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে চলে এল গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। এদিন প্রথমার্ধের ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারত এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়ামস একদম মুখের সামনে গোল সাজিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসোকে। কিন্তু কোলাসো ওপেন নেট মিস করেন। অন্যদিকে ম্যাচের ২৮ মিনিটে এটিকেএমবি-র রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে ফার্নান্ডেজ গোল করে এগিয়ে দেন বসুন্ধরাকে।

Find Out More:

Related Articles: