বিদেশের মাটিতে প্রথম ইনিংসে সর্বকালের সর্বনিম্ন রানের ইনিংস ভারতের

A G Bengali
লর্ডসে গর্বের জয়ের ঠিক পরেই, লিডসে অসহায় আত্মসমর্পণ। লিডসে টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট হয়ে গেল। ইংল্যান্ডের মাটিতে ভারতের এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। টেস্ট ক্রিকেটে ভারতের এটি দশম সবচেয়ে কম রানের ইনিংস। আর বিদেশের মাটিতে প্রথম ইনিংসে ভারতের এটিই সবচেয়ে কম রানের ইনিংস। টেস্টে ভারতের প্রথম ইনিংসে সবচেয়ে কম রানের দুটি ইনিংস হল যথাক্রম ৭৫ ও ৭৬। তবে দুটিই দেশের মাটিতে (দিল্লি ও আমেদাবাদে)

আসুন দেখে নেওয়া যাক টেস্টে ভারতের সবচেয়ে কম রানের দশটি ইনিংস-- ১) ৩৬ রানে অলআউট (তৃতীয় ইনিংসে)-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অ্যাডিলেডে। ১৭ ডিসেম্বর ২০২০। ম্যাচের ফল- ভারত পরাজিত হয় ৮ উইকেটে। আরও পড়ুন: দশ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন বিশ্বের মাত্র যে চার ক্রিকেটার ২) ৪২ রানে অলআউট (তৃতীয় ইনিংসে)- ইংল্যান্ডের বিরুদ্ধে, লর্ডসে। ২০ জুন, ১৯৭৪। ম্যাচের ফল- ভারত পরাজিত হয় ইনিংস ও ২৮৫ রানে। ৩) ৫৮ রানে অলআউট (দ্বিতীয় ইনিংসে)- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ব্রিসবেনে। ২৮ নভেম্বর, ১৯৪৭। ম্যাচের ফল- ভারত পরাজিত ইনিংস ও ২২৬ রানে। ৪) ৫৮ রানে অল আউট (দ্বিতীয় ইনিংসে)- ইংল্যান্ডের বিরুদ্ধে, ম্যানচেস্টারে। ১৭ জুলাই, ১৯৫২ সালে। ম্যাচের ফল- ভারত পরাজিত ইনিংস ও ২০৭ রানে।

৬) ৬৬ রানে অল আউট (চতুর্থ ইনিংসে)- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ডারবানে। ২৬ ডিসেম্বর, ১৯৯৬। ম্যাচের ফল- ভারত পরাজিত ৩২৮ রানে। ৭) ৬৭ রানে অল আউট (তৃতীয় ইনিংসে)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মেলবোর্নে। ৬ ফেব্রুয়ারি, ১৯৪৮। ম্যাচের ফল- ভারত পরাজিত ইনিংস ও ১৭৭ রানে। ৮) ৭৫ রানে অল আউট (প্রথম ইনিংসে)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, দিল্লিতে। ২৫ নভেম্বর, ১৯৮৭ সালে। ম্যাচের ফল- ভারত পরাজিত ৫ উইকেটে। ৯) ৭৬ রানে অল আউট (প্রথম ইনিংসে)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমেদাবাদে। ৩ এপ্রিল, ২০০৮। ম্যাচের ফল- ভারত পরাজিত ইনিংস ও ৯০ রানে। ১০) ৭৮ রানে অল আউট (প্রথম ইনিংসে)। ইংল্যান্ডের বিরুদ্ধে, লিডসে। ২৫ অগাস্ট, ২০২১। খেলা চলছে।

Find Out More:

Related Articles: