প্যারালিম্পিক্সে ভারতের পদক কতগুলো দেখুন
যেখানে ১৯৬০ থেকে শুরু হওয়া প্যারালিম্পিক্স থেকে ২০১৬ রিও গেমস পর্যন্ত ভারত সব মিলিয়ে জিতেছিল ৪টি সোনা, ৪টি রুপো, ৪টি ব্রোঞ্জ (১২টি পদক)। টিম ইন্ডিয়ার একেবারে ঐতিহাসিক সাফল্য এল টোকিও প্যারালিম্পিক্সে। কিন্তু কীভাবে সম্ভব হল এই অবিশ্বাস্য সাফল্য?
২০১৬ প্যারালিম্পিক্সে ভারত রেকর্ড ১৬ জন প্যারা অ্যাথলিটকে পাঠিয়েছিল। মাত্র ১৬ জনকে পাঠিয়ে ভারত জেতে ২টি সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ। রিও-র সেই সাফল্যের পরই ঠিক হয় টোকিও প্যারা গেমসে ভারত আরও অনেক বেশি ক্রীড়াবিদকে পাঠাবে। এর জন্যও ২০১৬-র পর থেকে অলিম্পিকে অন্তর্ভুক্ত থাকা বিভিন্ন গেমস ও ইভেন্টেক প্যারা বিশ্বকাপ ও আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ায় ভারত। গত পাঁচ বছরে বিভিন্ন আন্তর্জাতিক প্যারা ইভেন্টে ভারতীয়রা রেকর্ড সংখ্যাক পদক জেতে। কিন্তু ভারতের সংবাদমাধ্যমে প্যারা খেলার ইভেন্টের খবর সেভাবে না হওয়ায় আমাদের জানা ছিল না। তাই ২০২১ টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয়দের ঐতিহাসিক সাফল্য মোটেও অপ্রত্যাশিত নয়।
২টি সোনা
অবনী লেখারা (শ্যুটিং, ১০ মিটার এয়ার রাইফেল SH1)
সুমিত আন্তিল (অ্যাথলেটিক্স, জ্যাভলিন থ্রো F64)
ভাবিনা প্যাটেল (টেবিল টেনিস, C4)
নিশাদ কুমার (হাই জাম্প, T47)
যোগেশ কাঠুনিয়া (ডিসকাস থ্রো, F56)
দেবেন্দ্র ঝাঝারিয়া (জ্যাভলিন, F46)
মারিয়াপ্পান থাঙ্গাভেলু (হাইজাম্প, T63)
প্রবীন কুমার (হাইজাম্প, T64)
৫টি ব্রোঞ্জ
সুরিন্দর সিং গুর্জর (জ্যাভলিন থ্রো)
সিংরাজ আধহানা (শ্যুটিং, ১০ মিটার এয়ার পিস্তল)
শরদ কুমার (হাই জাম্প, T63)
অবনি লেখারা (৫০ মিটার রাইফেল থ্রি পজিশন, SH1
হরবিন্দর সিং (তিরন্দাজি, পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন)
কোন প্যারালিম্পিক্সে কটা পদক জেতে ভারত
১৯৭২ হেইডেলবার্গ গেমস: ১টি পদক (১টি সোনা)
১৯৮৪ নিউ ইয়র্ক গেমস: ৪টি পদক (২টি রুপো, ২টি ব্রোঞ্জ)
২০০৪ এথেন্স গেমস: ২টি পদক (১টি সোনা, ১টি ব্রোঞ্জ)
২০১২ লন্ডন গেমস: ১টি পদক (১টি রুপো)
২০১৬ রিও গেমস: ৪টি পদক (২টি সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ)
২০২০ টোকিও গেমস: ১৩টি পদক (২টি সোনা, ৬টি রুপো, ৫টি ব্রোঞ্জ)
(১৯৬০ রোম, ১৯৬৪ টোকিও, ১৯৬৮ তেল আভিভ, ১৯৮৮ সিওল, ১৯৯২ বার্সেলোনা, ১৯৯৬ আটলান্টা, ২০০৮ বেজিং প্যারালিম্পিক্সে কোনও পদক জেতেনি ভারত। ১৯৭৬ টরন্টো, ১৯৮০ আর্নহেম প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেনি ভারত।)