ভারতের ওভাল টেস্টের ইতিহাস
এক নজরে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার ওভাল নামা-
* এই টেস্ট নিয়ে ওভালে মোট ১৪টি টেস্ট খেলল টিম ইন্ডিয়া। দুটি টেস্টে জিতেছে, ড্র করেছে সাতটি টেস্ট, হারতে হয়েছে পাঁচটিতে।
* ১৯৩৬ সালে ভারত ওভালে প্রথম খেলে। ৯ উইকেটে হারতে হয় ভিজিয়ানাগ্রামের মহারাজার দলকে। প্রথম ইনিংসে মহম্মদ নিসারের ৫ উইকেটও জেতাতে পারেনি ভারতকে। ওয়ালি হ্যামন্ড ২১৭ রান করেন।
* এরপর ১৯৪৬ ও ১৯৫২ সালে দুটি টেস্ট খেলে ভারত। দুটি ম্যাচই ড্র হয়।
* ১৯৫৯ সালে ওভালে ভারতকে হারতে হয় ইনিংস ও ২৭ রানে।
* এরপর ১৯৭১ সালে। ইংল্যান্ডের মাটিতে সেটিই ভারতের প্রথম টেস্ট ও সিরিজ জয়। অজিত ওয়াড়েকরের নেতৃত্বে সেই ম্যাচে ভারত রে ইলিংওয়র্থের ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায়।
* ১৯৭৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওভালে পরের পাঁচটি টেস্ট ভারত ড্র করে।
* ২০১১ সালে ভারত হারে ইনিংস ও ৮ রানে।
* ২০১৪ সালে ভারতকে হারতে হয় ইনিংস ও ২৪৪ রানে।
* ২০১৮ সালে ভারত হারে ১১৮ রানে।
* ২০২১ সালে ভারত জিতল ১৫৭ রানে।