সোনা জেতার পর নীরজ চোপড়ার (Neeraj Chopra) জীবন যে সম্পূর্ণ বদলে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ভয়ঙ্কর ভাবে লক্ষ্মীলাভ হয়েছে তারকা জ্যাভলিন থ্রোয়ারের। এবার দেশের 'সোনার ছেলে' তাঁর এনডোর্সমেন্ট ফি এক ধাক্কায় ১০০০ শতাংশ বাড়িয়ে নিলেন। টোকিয়ো যাওয়ার আগে বছরে ১৫ থেকে ২৫ লক্ষ টাকা বিজ্ঞাপন থেকে আয় ছিল নীরজের। এখন সেই আয় বেড়ে গিয়েছে ১০ গুণ। ব্যক্তিগত বিভাগে খেলা নীরজ দৃষ্টান্ত সৃষ্টি করলেন। ক্রিকেটারদের আয়ের সঙ্গে পাল্লা দিলেন তিনি। কোহলী ছাড়া বাকিদের টপকেও গেলেন।
বিজ্ঞাপন থেকে কোহলীর আয় ১ থেকে ৫ কোটি টাকার মধ্যে। নীরজও প্রায় সেই রকমই টাকা পাচ্ছেন। পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুলদের। তাঁরা পান ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নীরজের সঙ্গে চুক্তি বদ্ধ হতে পারে বেশ কিছু গাড়ি সংস্থা। নীরজের বিজ্ঞাপনের বিষয়টি দেখে যে সংস্থা দেখে, তার প্রধান মুস্তাফা ঘৌসে বলেন, “প্যারিস অলিম্পিক্স পর্যন্ত চুক্তি করতে পারে কিছু সংস্থা। প্রায় ৮০টি সংস্থা নীরজকে চাইছে তাদের বিজ্ঞাপনে। তবে ভারতে এবং বিদেশে অনুশীলনে ব্যস্ত থাকবে নীরজ, তার মাঝে খুব বেশি দিন সময় পাবে না ও। সেই জন্য বেছে বেছে কিছু সংস্থার সঙ্গে চুক্তি করবে নীরজ।”বিজ্ঞাপন থেকে কোহলীর আয় ১ থেকে ৫ কোটি টাকার মধ্যে। নীরজও প্রায় সেই রকমই টাকা পাচ্ছেন। পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুলদের। তাঁরা পান ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নীরজের সঙ্গে চুক্তি বদ্ধ হতে পারে বেশ কিছু গাড়ি সংস্থা। নীরজের বিজ্ঞাপনের বিষয়টি দেখে যে সংস্থা দেখে, তার প্রধান মুস্তাফা ঘৌসে বলেন, “প্যারিস অলিম্পিক্স পর্যন্ত চুক্তি করতে পারে কিছু সংস্থা। প্রায় ৮০টি সংস্থা নীরজকে চাইছে তাদের বিজ্ঞাপনে। তবে ভারতে এবং বিদেশে অনুশীলনে ব্যস্ত থাকবে নীরজ, তার মাঝে খুব বেশি দিন সময় পাবে না ও। সেই জন্য বেছে বেছে কিছু সংস্থার সঙ্গে চুক্তি করবে নীরজ।”