ভারত ম্যাচ নিয়ে হেডেন যা বললেন

A G Bengali
ম্যাচের সময় যত এগিয়ে আসছে উত্তজনার পারদ হু হু করে বাড়ছে। ভারত চায় ১৩-০ তে এগিয়ে যেতে। আর পাকিস্তান পাশা উল্টোতে চায়। কিন্তু এই নার্ভ গেমে যে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারবে মাথা ঠাণ্ডা রেখে সেই দলই ম্যাচ জিতবে। কাঁটে কি টক্করে ধারে ভারে সব দিক থেকেই ভারত এগিয়ে। কিন্তু লড়াইটা মাঠেই হয়, তাই ম্যাচের শেষ না হওয়া পর্যন্ত কে জিতছে বলা খুবই মুশকিল।
আর সুপার টুয়েলভে ভারত – পাকিস্তান ম্যাচ নিয়ে বড় মন্তব্য করলেন পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেডেন। তাঁর মতে, এই হাই ভোল্টেজ ম্যাচে ভুল অনেক কম হয়। ফলে সেখানে ফারাক গড়ে দেয় নেতৃত্বদান। ম্যাচের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুরো ম্যাচের ছবি বদলে দিতে পারে বলে মনে করেন তিনি। এক্ষেত্রে তিনি আইপিএল-এর উদাহরণ টানেন। সদ্য শেষ হওয়ার IPL-এ ৮টা দলের অধিনায়কদের মধ্যে সবথেকে কম রান করেছেন মহেন্দ্র সিং ধোনি ও ইয়ন মর্গ্যান। কিন্তু ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।
তাঁর মতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধোনি ও মর্গ্যান নিজেরা বড় রান না করলেও অধিনায়কত্বের দিক থেকে বাকিদের থেকে এগিয়েছিলেন। তিনি বলেন, ‘রেকর্ডের দিক থেকে ওদের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল না। আগে ওরা যেরকম খেলেছিল এবার সেরকম খেলতে পারেনি। কিন্তু দলকে IPL ফাইনালে নিয়ে যেতে ওদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমার মনে হয় সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ খেলায় নেতৃত্বদান অন্যতম গুরুত্বপূর্ণ।’
হেডেন মনে করেন বাবর আজমের উপর এবার চাপটা সবথেকে বেশি। কারণ তিনি এই মুহূর্তে পাকিস্তান তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তার উপর তিনি অধিনায়ক। বলেন, ‘বাবরের উপর টার্গেট করবে ভারত। এইজন্য তার উপর চাপ বেশি থাকবে। সবাই চাইবে বাবর আজমের উইকেট তাড়াতাড়ি তুলে নিতে। ফলে বাবরকে নিজের ব্যাটিং ও নেতৃত্বদান দুটোকেই সামলে চলতে হবে।’ এর আগে তিনি জানিয়েছিলেন পাকিস্তানের জন্য বিপদজনক হতে পারেন কেএল রাহুল। তিনি বলেন, ‘আমি মনে করি পাকিস্তানের জন্য সবথেকে বড় বিপদ দল কেএল রাহুল। ছোটো ফর্ম্যাটে ওর দাপট প্রচন্ড। অপরজন ঋষভ পন্থ, ওর মুচকি হাসি, হাসিখুশি স্বভাব খেলার প্রতি সুদৃষ্টি খুব ধ্বংসাত্মক।’

Find Out More:

Related Articles: