ভারতের শেষ চারে যাওয়ার অঙ্ক

A G Bengali
টি ২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হয়ে গেল ভারতের। নিউজিল্যান্ডের কাছে জঘন্য ভাবে হার ভারতের। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১০ রান করতে সমর্থ হয় ভারতীয় ব্যাটাররা। আর তা অনায়াসে তুলে সেমিফাইনালে কার্যত চলে গেল কেন উইলিয়ামসনরা। এখন ভারতকে অঘটনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ভারতকে সেমিফাইনালে যেতে গেলে কোন অঙ্ক মেলাতে হবে দেখে নিন- 

ভারতকে বাকি তিনটি ম্যাচই জিততে হবে। আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের মধ্যে কোনও একটি দলকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। কোহলীরা বাকি তিনটি ম্যাচ জিতলে ছয় পয়েন্টে শেষ করবে। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতে থাকা পাকিস্তানের আর ম্যাচ বাকি নামিবিয়া (২ নভেম্বর) ও স্কটল্যান্ডের (৭ নভেম্বর) সঙ্গে। পাকিস্তান সবকটি ম্যাচ জিতে ১০ পয়েন্টে শেষ করবে বলেই ধরে নেওয়া যায়। 

নিউজিল্যান্ডের খেলা বাকি স্কটল্যান্ড (৩ নভেম্বর), নামিবিয়া (৫ নভেম্বর), আফগানিস্তানের (৭ নভেম্বর) সঙ্গে। নিউজিল্যান্ডের দুই ম্যাচে দুই পয়েন্ট। তারাও শেষ তিনটি ম্যাচ জিতলে আট পয়েন্ট হবে। সে ক্ষেত্রে গ্রুপে দ্বিতীয় হয়ে তারা শেষ চারে যাবে। ভারত ছিটকে যাবে। দৌড়ৈ রয়েছে আফগানিস্তানও। তাদের তিন ম্যাচে চার পয়েন্ট। তারা অবশ্য নামিবিয়া ও স্কটল্যান্ডের মতো দুটি সহজ দলের সঙ্গে খেলে ফেলেছে। তাদের ম্যাচ বাকি ভারত (৩ নভেম্বর) ও নিউজিল্যান্ডের (৭ নভেম্বর) সঙ্গে। তুলনায় দুটিই কঠিন ম্যাচ। শেষ দুটি ম্যাচে হারলে আফগানিস্তান চার পয়েন্টে থাকবে এবং ছিটকে যাবে।

Find Out More:

Related Articles: